image

2025-05-10

রোবটিক্স প্রদর্শনীতে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস

"রোবশিখন"-এর রোবটিক্স ক্যাম্পেইন জামেয়া হুসনিয়া আরাবিয়া পূর্বাচলে ১০ মে ২০২৫ তারিখে রোবশিখন আয়োজন করে একটি ব্যতিক্রমধর্মী রোবটিক্স ক্যাম্পেইন জামেয়া হুসনিয়া আরাবিয়া পূর্বাচল মাদ্রাসা প্রাঙ্গণে। শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমরা সেখানে উপস্থাপন করি আমাদের উদ্ভাবিত রোবট এবং তার আর্কিটেকচার। এই আয়োজনে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় একটি রোবট কিভাবে ডিজাইন করা হয়, কীভাবে একজন উদ্ভাবক একটি রোবটিক সমাধানের কথা প্রথম চিন্তা করে এবং সেটিকে ধাপে ধাপে বাস্তব রূপ দেয়। অংশগ্রহণকারীদের রোবটের বিভিন্ন অংশ, সেন্সর, কন্ট্রোলার, ও কার্যপ্রণালী সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের প্রদর্শিত রোবট দেখে অত্যন্ত আনন্দিত ও উৎসাহী প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা জানায়, এমন কার্যক্রম তাদের প্রযুক্তি সম্পর্কে কৌতূহল বাড়িয়েছে এবং ভবিষ্যতে নিজেরাও এ ধরণের কিছু তৈরি করতে চায়। এই পুরো উদ্যোগের পেছনে দিকনির্দেশনা দিয়েছে "Mentor Mate", যারা আমাদের এই শিক্ষামূলক ক্যাম্পেইন পরিচালনার অনুপ্রেরণা জুগিয়েছে। রোবশিখন ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরণের প্রযুক্তিমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও প্রযুক্তির জগতে আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করতে পারে।
ইমার্জেন্সল্যাব tailgrids
Error Message

Success Message