আমাদের সম্পর্কে

একাডেমির ইতিহাস

ইমার্জেন্স ল্যাব ২০১৮ সালে রোবটিক্স নিয়ে কাজ শুরু করে। প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ ও নতুন কিছু গড়ার ইচ্ছা থেকেই শুরু হয়েছিল আমাদের গবেষণা ও উদ্ভাবনের পথচলা।

২০২২ সালে, আমাদের তৈরি একটি রোবট “সেবা ” IDEA প্রকল্পের গ্র্যান্ট লাভ করে, যা ছিল আমাদের জন্য একটি বড় স্বীকৃতি। সেই সাফল্যের পর আমরা আমাদের নিজস্ব অফিস স্থাপন করি এবং কাজের পরিধি আরও বিস্ত্রিত করি।

২০২৩ সালে আমরা অংশগ্রহণ করি “Accelerating Bangladesh” কর্মসূচিতে, যেখানে আমাদের পরামর্শ দেওয়া হয়—শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর একটি প্রশিক্ষণমূলক উদ্যোগ শুরু করার। সেখান থেকেই জন্ম নেয় রোবশিখন।

মোঃ আতিকুল ইসলাম এর নেতৃত্বে (প্রতিষ্ঠাতা) এবং দিব্য প্রকাশ সরকার (সহ-প্রতিষ্ঠাতা) এর সহযাত্রায় আমরা রোবশিখনকে গড়ে তুলেছি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে, যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা হাতে-কলমে রোবটিক্স, প্রোগ্রামিং এবং উদ্ভাবনের পাঠ শেখে।

আমাদের লক্ষ্য—প্রযুক্তিকে সবার জন্য সহজ ও আনন্দদায়ক করে তোলা।

একাডেমির ইতিহাস
ইমার্জেন্সল্যাব tailgrids
Error Message

Success Message