image

2025-07-27

জিবেক মডেল স্কুল পরিদর্শন ও রোবটিক্স প্রদর্শনী

২৭ জুলাই ২০২৫ তারিখে রোবশিখন দল জিবেক মডেল স্কুল পরিদর্শন করেছে। এই সফরে আমরা স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি রোবটিক্স প্রদর্শনী আয়োজন করেছি এবং রোবটিক্স সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি।

শিক্ষার্থীরা আমাদের রোবোট প্রদর্শনী দেখে রোবটিক্সের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করেছে। পাশাপাশি রোবটের কার্যক্রম, অটোমেশন এবং IoT প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রোবশিখন-এর লক্ষ্য তরুণদের মধ্যে রোবটিক্স ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের প্রজেক্ট ভিত্তিক শিক্ষার সুযোগ প্রদান করা। এই সফর সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।

রোবশিখন ভবিষ্যতেও শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করে রোবটিক্স শিক্ষাকে প্রসারিত করতে কাজ করে যাবে।
ইমার্জেন্সল্যাব tailgrids
Error Message

Success Message